আমার সমস্ত চুম্বন শুভ্র মেঘের পালকে
বড্ড যত্ন করে সাজিয়ে রেখেছি-
তুমি চাইলে-ই আষাঢ়ের বৃষ্টির মত অঝোরে ঝরবে
তোমার স্পর্শকাতর সারা শরীরের লজ্জা ভেঙে দিতে।
চুম্বনের গাঢ় স্নানে কেমন হয় তোমার যৌবনের আকাশ,
ঐ লজ্জাভূতি গগনের নীলে মিশে যেতে চাই ভালবাসার নীল রং হয়ে,
তুমি নামের চুম্বন বড্ড আক্ষেপে সে নদী হয়ে
হা করে আছে, এখানে
নেমে-ই দেখনা আদর
আর সোহাগে ধুয়েদেবে তোমার শরম নামের পর্দাটা,
দিয়ে দেবে তোমায় নতুন কিছু পাওয়ার অভিজ্ঞতা।
চার ঠোঁটের মিলনে অন্ধ দু’ জোড়া চোখ
বোবা দুটি দেহ সেখানে,হৃদর খুঁজে নেবে হৃদয়ের সুখ,
তুমি চাইলে-ই পরম তৃপ্তিতে হাসবে ফুল প্রজাপতি প্রাণ।