একটি অধ্যায় শেষ না হতেই আছড়ে পড়ে ব্যথিত ডানার ঝরা তুষার
তখন রাত দশটা,
রূপার অলংকার পরে নিয়েছে নিশুতি আকাশ
'ঈগলস
অব ডেথ মেটাল’ এর
যাদু মূর্ছনায় উত্তাল বাতাল্কা
হঠাৎ অশুভ কালাশনিকভ গর্জে ওঠে বারুদ আর আওয়াজে
মুঠো মুঠো বিশুদ্ধ নিঃশ্বাস ঝরে যায় রক্ত জবার দলে
তত্রস্থ দেয়াল সামনে দাঁড়ায়, বৃষ্টি ঝরিয়ে যায় তার সবটুকু অহংকার
বিবর্ণ বাতাস কুড়িয়ে নেয় শত শত পকেটে জমানো গোপন খবর
আর আমরা বাক্স বন্দী করি আহত শিশিরের নিরুত্তাপ পঙক্তিমালা
জমা রাখি এক একটি আর্তনাদের ধ্রুব চিহ্ন একান্ত অতল গহ্বরে