কফিনে রাখা বীভৎস-রূপী লাশটা আমি দেখিনি,
আমি দেখেছি,- তোর
বুকের কফিনে রাখা আমার মৃত প্রেম !
সাদা কাফন সরিয়ে দেখা হয়'নি মুর্দা'র
শীতল মুখ
আমি দেখেছি,- তোর
মনের গহিনে হাঁসফাঁস করা আমার রুগ্ণ ভালবাসা !
চিতার তনু-ভস্মে আমার অধীরতা যৎসামান্যই ;
আমারর অবধান- তোর কনীনিকা'র কাজলরূপে বাঁকা চাঁদে!
শ্রাবণ-সলিলে ভিজে যাই : অশ্রু লুকোতে কান্নার অভিনয়ে,
অনুকম্পার চাহনিতে যেন না দেখো সে নির্ভরতায়।