ও পথ ।। আঞ্জুমান রোজী



বলেছিলাম ও পথে যেওনা
পথটা শুধু আমারই চেনা
কথা শোনোনি, না জানিয়ে গোপনে
অন্ধকারের সেই পথ মাড়িয়ে
চলে যেতে চেয়েছো বহুদূর
অথচ পারোনি যেতে।

ফিরে এসেছো নিজের ঠিকানায়
কি পেয়েছো কিম্বা কি বুঝেছো
বলতে পারো আমায়?
ও পথ আমার প্রার্থনার পথ
পায়ের নীচে কাটা বিঁধেছে, রক্ত ঝরেছে
ফিরে আসিনি একবারও
বুঝেই নিয়েছিলাম ও পথ দিয়ে
অনেক দূর চলে যেতে হবে
অথচ মাঝ পথে এসে থামিয়ে দিলে।

বলেছিলাম যেয়ো না, শোনোনি...
এখন , যতটুকু রক্ত ঝরেছি পথচারণে
ঠিক তার দ্বিগুণ রক্ত ঝরছে বুকে...

যা তোমার নয়, তা তুমি কেমন করে পাবে?
একবার আমার জায়গায় এসে বসে দেখো
কতটা যন্ত্রণা নিয়ে ও পথের অন্ধকারকে দেখছি...
ভাল আর থাকতে পারবে না

কারণ, আমার প্রার্থনার পথে পা চালিয়েছো।

SHARE THIS

Author: